চট্টগ্রামরাজনীতি

শিক্ষার্থী গুলিবিদ্ধ: হাছানসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা

নগরের পাচঁলাইশ থানার মুরাদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. সুজন (১৪) নামে এক মাদরাসার শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, মহানগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিনসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) নগরের পাঁচলাইশ থানায় মামলাটি দায়ের করেন গুলিবিদ্ধ মো. সুজনের মামা মোহাম্মদ রিদুওয়ান। সুজন, নগরের চান্দগাঁও এলাকার আল জামিরুল হায়াত মাদরাসার শিক্ষার্থী।

মামলার অন্য আসামিরা হলেন, সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু প্রমুখ।

মামলার বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বাংলানিউজকে বলেন, সুজন নামে এক মাদরাসার শিক্ষার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ থেকে ৫০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মো. সুজন মাদরাসা থেকে বাসায় ফিরছিলেন। নগরের মুরাদপুর এলাকার এন মোহাম্মদ প্লাস্টিক শো-রুমের সামনে আসলে বৈষম্যবিরোধী ছাত্রদের কর্মসূচি চলাকালে আসামিদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে সুজন তার ডান পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হয়। পরে সুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অপারেশন করে তার পায়ের থেকে গুলি বের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d