শিশু আয়ানের মৃত্যু ঘটনায় ডাক্তারদের গ্রেপ্তারে আল্টিমেটাম
ঢাকা: সুন্নতে খাতনা করতে গিয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের ভুল চিকিৎসা শিকার হয়ে শিশু আয়ানের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। ৪৮ ঘণ্টার মধ্যে শিশু আয়ানের মৃত্যুর জন্য দোষী ডাক্তারদের গ্রেফতার করা না হয়ে ইউনাইটেড হাসপাতাল ঘেরাও করা হবে।
বুধবার (১০ জানুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে রাজধানী বাড্ডার ইউনাইটেড মেডিকেল হাসপাতালের ভুল চিকিৎসা শিশু আয়ানের মৃত্যুর প্রতিবাদে ও বিচারের দাবিতে আয়োজিত এক মানববন্ধনে একথা বলেন স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক নাজমুল হাসান। মানববন্ধন এর আয়োজন করে স্বাস্থ্য সুরক্ষা আন্দোলন নামের একটি সংগঠন।
এসময় সভাপতির বক্তব্যে প্রধান সমন্বয়ক নাজমুল হাসান বলেন, ভুল চিকিৎসার কারণে যে শিশু আয়ানের মৃত্যু হয়েছে এর ফলে তার পরিবারকে যেন যথাযথ আর্থিক জরিমানাসহ চিকিৎসায় জড়িত ডাক্তারদেরকে কঠোর শাস্তির আয়তায় আনতে হবে।
মানববন্ধনের সঞ্চালক সংগঠনের সদস্য মো. রাকিব হোসেন। এ সময় আর উপস্থিত ছিলেন ভুক্ত ভোগী পরিবারের শিশু আয়ানের চাচা মো. মানিক, স্বাস্থ্য সুরক্ষা আন্দোলনের সদস্য ইঞ্জিনিয়ার সম্রাট, সদস্য নেওয়াজ খান বাপ্পী প্রমূখ।