শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে
উন্নয়ন সমৃদ্ধির অগ্রযাত্রা, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারীর ক্ষমতায়নে সন্দ্বীপে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সন্দ্বীপের সচেতন নারী সমাজের আয়োজনে গতকাল মঙ্গলবার সকালে মাঈটভাঙ্গা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা যুবলীগের সহ সভাপতি, মাইটভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান লায়ন মিজানুর রহমান। নারী সমাবেশে সভাপতিত্ব করেন নারী উদ্যোক্তা শাহিনা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ সন্দ্বীপ আবেদা ফয়েজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিবি জয়নব।
প্যানেল চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপি সদস্য সাইমা সুলতানা রিনা, নারী নেত্রী আফরোজা সুলতানা শাপলা।
প্রধান অতিথির বক্তব্যে লায়ন মিজানুর রহমান বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারীর ক্ষমতায়ন এবং আগামীর স্মার্ট বাংলাদেশ গঠনে নারীর ভূমিকা অপরিসীম। বাংলার মানুষের ভাগ্যের উন্নয়নে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই, তাই আগামীতেও উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী নির্বাচিত করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি।