শ্রমিক অসন্তোষ বন্ধে জাহাঙ্গীরের বৈঠক
তৈরি পোশাক কারখানার উৎপাদন ধরে রাখতে ও চলমান শ্রমিক আন্দোলন বন্ধে শ্রমিক ফেডারেশনের নেতাদের সঙ্গে বৈঠক করেছে গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৩ এর কার্যালয়ে সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনায় বসেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি জাহাঙ্গীর আলম।
এসময় ন্যাশনাল ওয়ার্কার্স ইউনিটি সেন্টারের কেন্দ্রীয় কমিটির শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রুজিনা আক্তার সুমি বলেন, মালিকপক্ষের সঙ্গে আমাদের দর কষাকষি চলছে। বর্তমানে দেশে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূলের ঊর্ধ্বগতি সবকিছু বিবেচনা করে নিশ্চয়ই আমাদের যৌক্তিক দাবি পূরণ হবে। তবে কেউ যেন অপশক্তি প্রয়োগ করতে না পারে, সেই দিকে শ্রমিকদের সচেতন থাকার আহ্বান জানান ফেডারেশনের শীর্ষ নেতারা।
পরে শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে জাহাঙ্গীর আলম বলেন, সমস্যা সমাধানে ৪৫টি শ্রমিক সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে উন্মুক্ত আলোচনা হয়েছে। তাদের দাবির ব্যাপারে যেহেতু সরকার আন্তরিক, সে কারণে সবাইকে আন্দোলন বন্ধ করে উৎপাদনে মনোযোগী হতে আহ্বান জানানো হয়েছে।
এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক অজুহাতে জ্বালাও পোড়াও করলে শ্রমিকদের সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। বেতন বৃদ্ধির দাবিতে গত ২৩ অক্টোবর থেকে টানা শ্রমিক অসন্তোষ চলছে শিল্প অধ্যুষিত গাজীপুরের বিভিন্ন স্থানে।