খেলা

শ্রীলংকাকে ৫৫ রানে বিধ্বস্ত করে ৩০২ রানে ম্যাচ জিতল ভারত

বিশ্বকাপে এখন পর্যন্ত বলার মতো পারফর্ম করতে পারেনি সাবেক বিশ্বচ্যাম্পিয়ন শ্রীলংকা। তবে আজকের একদমই ভুলে যাওয়ার মতো। ভারতীয় পেসে নাস্তানাবুদ হয়ে মাত্র ৫৫ রানে গুটিয়ে গেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ ইতিহাসে সর্বনিম্ন রানের রেকর্ড ৩৬। সব মিলিয়ে ওয়ানডে ফরম্যাটে সর্বনিম্ন রানের রেকর্ড ৩৫। আজ লংকানরা তার চেয়েও কম রানে গুটিয়ে যায় কিনা সেই শঙ্কাও জেগেছিল।

আগে ব্যাটিং করে ৩৫৭ রান তোলে ভারত। পরে শ্রীলংকা ৫৫ রানে বিধ্বস্ত হওয়াতে ৩০২ রানের জয় পেয়েছে স্বাগতিক ভারত। রানের হিসেবে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ হারের রেকর্ড এটা। চলতি বিশ্বকাপেই নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০৯ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সেটাই বিশ্বকাপে রানের হিসেবে সর্বোচ্চ জয়।

মোহাম্মদ সিরাজ, মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহ- ভারতের এই তিন পেসারের বিপক্ষে আজ রীতিমতো অসহায় হয়ে পড়েছিল শ্রীলংকা। মোহাম্মদ সিরাজ মাত্র ৫ ওভার বোলিং করে মাত্র ১৮ রান খরচায় নিয়েছেন পাঁচটি উইকেট। মোহাম্মদ সিরাজ ৭ ওভারে ১৬ রান খরচায় নিয়েছেন ৩ উইকেট। জাসপ্রিত বুমরাহ ও রবীন্দ্র জাদেজা নিয়েছেন একটি করে উইকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d