শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকে ছিটকে গেলেন স্টোকস
শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের মাটিতে আসন্ন টেস্ট ক্রিকেট সিরিজে খেলতে পারবেন না ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস।
সোমবার নর্দার্ন সুপার চার্জার্সের হয়ে দ্য হান্ড্রেডসে খেলতে গিয়ে বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান স্টোকস। তিনি প্রায় দুই মাস খেলতে পারবেন না। মঙ্গলবার তার চোটের স্ক্যান করার পর এমন তথ্য মেলে।
ইংল্যান্ডের সহ- অধিনায়ক অলি পোপ জানান, ‘স্টোকস শ্রীলঙ্কার বিপক্ষে তিন টেস্টের সিরিজে থাকছেন না।’
আগামী ২১ আগস্ট ম্যানচেস্টারে প্রথম টেস্ট শুরু হবে। স্টোকসের পরিবর্তে দলের নেতৃত্ব দিবেন অলি পোপ।
এদিকে, জানা গেছে, শ্রীলঙ্কার বিপক্ষে না খেললেও পাকিস্তানের বিপক্ষে টেস্ট ক্রিকেট সিরিজে দলের হয়ে খেলতে পারবেন স্টোকস। ৭ অক্টোবর মুলতানে প্রথম টেস্ট শুরু হবে।