ষোলশহরে পাল্টাপাল্টি ধাওয়া
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার ষোলশহর রেলস্টেশন এলাকায় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বিরোধীপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও বর্তমানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে।
সোমবার (১৫ জুলাই) বিকেল ৫টা ২২ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার খবর জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, ‘বিকেল সাড়ে ৩টার আমরা ষোলশহর স্টেশনে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। কিন্তু ৫টার দিকে হঠাৎ করে পেছন থেকে ছাত্রলীগ দলবল নিয়ে আমাদের ওপর হামলা করে। তখন আমরা নিজেদের আত্মরক্ষায় পাল্টা হামলা করি। পুলিশ সেখানে থাকলেও আমাদের নিরাপত্তা দিতে পারেনি।’
ঘটনাস্থল ঘুরে দেখা গেছে, সাধারণ শিক্ষার্থীদের অনেকের হাতে রয়েছে লাঠিসোঁটা। তারা বিক্ষুব্ধ হয়ে বিভিন্ন অলিগলিতে ইট-পাটকেল নিক্ষেপ করছে এবং ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিচ্ছে। আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও অবস্থান নিতে দেখা গেছে।