সন্ত্রাসী তৎপরতা বন্ধে সেনাবাহিনীকে তথ্য দেয়ার আহবান
মাটিরাঙ্গায় এলাকার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা সংত্রুান্ত বিষয় নিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনে নিয়মিত মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ অক্টোবর ) সকালে জোন সদর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ১৫ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি।
মাটিরাঙ্গা জোনের আওতায় আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সেনাবাহিনী সকলের পাশে আছে উল্লেখ করে জোন অধিনায়ক বলেন, যেকোন প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সবসময় সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। সন্ত্রাসী তৎপরতা নির্মূলে সেনাবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহ্বান তিনি।
এসময় মাটিরাঙ্গা জোন উপ-অধিনায়ক মেজর মো. মুরাদ হোসাইন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান আনিছুজ্জামান ডালিম, পৌর মেয়র মো. সামছুল হক, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলমসহ মিডিয়া কর্মী, সামরিক ও বে-সামরিক পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।