সর্বজনীন পেনশনে দ্বিতীয় মাসে যুক্ত ১৮৩১ জন
দুই মাস পার হলো সর্বজনীন পেনশন স্কিমের। দ্বিতীয় মাসে সর্বজনীন পেনশনের সঙ্গে যুক্ত হয়েছেন ১ হাজার ৮৩১ জন। অথচ গত ১৭ আগস্ট এ স্কিম উদ্বোধনের পর এক মাসে গত ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চাঁদা পরিশোধ করেছিলেন ১২ হাজার ৮৮৯ জন। এতে দেখা যাচ্ছে, সর্বজনীন পেনশন স্কিমে খুব ভালো সাড়া পাচ্ছে না সরকার।
চালু হওয়ার পর দুই মাসে দেশ-বিদেশ মিলিয়ে মোট ১৪ হাজার ৭২০ জন বাংলাদেশি পেনশন স্কিমে চাঁদা পরিশোধ করেছেন। চাঁদার মোট পরিমাণ ১১ কোটি ৬৪ লাখ ৫২ হাজার টাকা। জাতীয় পেনশন কর্তৃপক্ষ সূত্রে মঙ্গলবার এ তথ্য জানা গেছে।
গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পেনশন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং উদ্বোধনের দিন থেকেই সবার জন্য তা উন্মুক্ত করা হয়। প্রথম দিন স্কিমে অন্তর্ভুক্ত হতে আট হাজার ব্যক্তি অনলাইনে নিবন্ধন করেছিলেন। এর মধ্যে ১ হাজার ৭০০ জন আবেদনের পুরো প্রক্রিয়া শেষ করে চাঁদা পরিশোধ করেন সেদিন।
পেনশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চার কর্মসূচির মধ্যে সবচেয়ে বেশি সাড়া পাওয়া গেছে প্রগতি কর্মসূচিতে। বেসরকারি চাকরিজীবীদের এ কর্মসূচির জন্য মোট ৬ হাজার ৬৭৪ জন চাঁদা পরিশোধ করেছেন। গত মাসে দিয়েছিলেন ৬ হাজার ১৭৮ জন।