সহিংসতার পুনরাবৃত্তি শুরু করেছে বিএনপি-জামায়াত: কূটনীতিকদের বললেন পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বিএনপি-জামায়াত একটুও পাল্টায়নি। অতীতে সহিংসতা ও ভাঙচুর চালিয়েছে তারা। এ নিয়ে তাদের দীর্ঘ ইতিহাস রয়েছে। আবারও সেটার পুনরাবৃত্তি শুরু করেছে দল দুটি।
সোমবার (৩০ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দেশে অবস্থানরত বিদেশি কূটনীতিক, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মোমেন বলেন, ২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের সহিংসতায় আমরা মর্মাহত। অবশ্য অতীতেও তারা এমন জ্বালাও পোড়াও করেছে। তাই এবার বিস্মিত হইনি আমরা।
তিনি বলেন, অতি দুঃখের সঙ্গে বলছি, প্রত্যাশা করেছিলাম সময়ের পরিক্রমায় দল দুটি বদলাবে। কিন্তু তারা পাল্টায়নি। আবারও সহিংসতা শুরু করেছে বিএনপি-জামায়াত।
ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। এর আগে ‘সরকার পতনের’ এক দফা দাবিতে গত শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে মহাসমাবেশ ডেকেছিল বিএনপি। সেসময় দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
পুলিশের উদ্দেশে ইট-পাটকেল নিক্ষেপ করেন বিএনপির নেতাকর্মীরা। পাল্টা জবাবে টিয়ার গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পুলিশ। ফলে ঢাকার নয়াপল্টন রণক্ষেত্রে পরিণত হয়। এ ঘটনায় এক পুলিশ সদস্য নিহত হন। সেই সঙ্গে আহত হন অনেকে।
ওই দিন বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাঁধে আওয়ামী লীগের কর্মীদেরও। এতে অনেকে আহত হন। সেই জেরে কয়েকজন নিহত হওয়ার খবরও পাওয়া গেছে। একই দিনে বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।