চট্টগ্রামসাতকানিয়া

সাতকানিয়ার দুই ইটভাটায় মিললো জ্বালানি কাঠ

চট্টগ্রামের সাতকানিয়ায় দুটি ইটভাটায় অভিযান চালিয়েছে বনবিভাগ। ইটভাটা দুটি থেকে প্রায় ১২শ ঘনফুট জ্বালানি কাঠ উদ্ধার করা হয়েছে। তবে, অন্য কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইটভাটা দুটি হলো, হালুয়াঘোনা উইবিএম ও ছনখোলা বিবিসি।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী বন সংরক্ষক দেলোয়ার হোসেন|

মাদার্শা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মামুন মিয়া বলেন, বনের কাঠ সাবাড় করে ইটভাটায় অবৈধভাবে যারাই জ্বালানি কাঠ ব্যবহার করবে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d