সাবেক এমপি মোস্তাফিজের বিরুদ্ধে জবর দখলের অভিযোগ
অথচ খতিয়ানের অবশিষ্ট ২১ জন ওয়ারিশের ৫০ শতক জায়গা জবর দখল করে রেখেছেন। স্কুল নির্মাণের নামে জবর দখল করার সময় বাধা দিলে তাকে এবং তার ভাইদের মারধর করেন।
অন্য খতিয়ানে তাদের মালিকানাধীন উকিল আজিজ মিয়া বাজার সংলগ্ন ৬৬৮বিএস খতিয়ানের ২ একর ৬ শতক জায়গা মিনি স্টেডিয়াম করার নাম দখল করে মার্কেট নির্মাণ করেছেন। যে জমির এক শতাংশও মালিকানায় নেই সাবেক আলোচিত সমালোচিত এই সাংসদ।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা উপজেলা নির্বাহী কর্মকতা, এসিল্যান্ড অফিসসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছে। এসব জানার পর মিথ্যা মামলা দিয়ে আমাদের জেল খাটিয়েছে সাবেক সাংসদ মোস্তাফিজুর চৌধুরী। আমাদের পূর্বপুরুষ যথেষ্ট সম্পত্তি রেখে গেছেন। আমরা চাই আমাদের সম্পতিতে কোনো ব্যক্তি নয়, জাতির পিতার নামে স্থাপনা হোক। বঙ্গবন্ধুর কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের নামে মিনি স্টেডিয়াম হোক।