সামনের সপ্তাহেই আসতে শুরু করবে ভারতীয় পেঁয়াজ
ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু করতে আরো এক সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। শুক্রবার (১৫ মার্চ) সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সামনের সপ্তাহেই পেঁয়াজ আসতে শুরু করবে। ধারাবাহিকভাবে আমদানি করা হবে ৫০ হাজার টন পেঁয়াজ।
গত ৮ ডিসেম্বর পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণা করে ভারতের সরকার। কয়েক সপ্তাহ আগে ভারতীয় গণমাধ্যম জানায়, সরকারি পর্যায়ে জিটুজি পদ্ধতিতে বাংলাদেশসহ ৬টি দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানি করবে ভারত।
স্থানীয় উৎপাদনের তুলনায় চাহিদা বেশি হওয়ায় বছরে ৭ থেকে ৮ লাখ টন পেঁয়াজ আমদানি করে বাংলাদেশ।
এদিকে, নতুন মৌসুমের পেঁয়াজ আসতে শুরু করায় বাজারে কিছুটা দাম কমেছে। একদিনের ব্যবধানে কেজিপ্রতি ১০ টাকা কমে মানভেদে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। ভারতীয় পেঁয়াজ এলে দাম আরো কমবে, বলছেন বিক্রেতারা।