চট্টগ্রামস্বাস্থ্য

সিআইইউ-ইম্পেরিয়াল হাসপাতাল চুক্তি স্বাক্ষর

আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) সঙ্গে চুক্তি সই করেছে চট্টগ্রামের বহুমুখী বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল।

গত ১ নভেম্বর দুপুরে নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসের কনফারেন্স রুমে দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি সই অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়েছে, বিশেষ ছাড় দেওয়া ছাড়াও অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল তাদের অভিজ্ঞ চিকিৎসদের মাধ্যমে সিআইইউ পরিবারের রোগীদের উন্নত সেবা প্রদানে সবসময় পাশে থাকবে। এ ছাড়া চিকিৎসা সেবার সুস্থ পরিবেশ তৈরিতে হাসপাতাল কর্তৃপক্ষের নানামুখী আয়োজনে আগামীতে সিআইইউ যৌথভাবে কাজ করবে।

অনুষ্ঠানে সিআইইউর রেজিস্ট্রার আনজুমান লিমা এবং অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্টের চিফ মার্কেটিং অফিসার অমিতাভো ভট্টাচার্য নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সিআইইউর ইঞ্জিনিয়ারিং অনুষদের সহযোগী অধ্যাপক ড. আসিফ ইকবাল, ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক রিফাত তাসনীম, পরীক্ষা নিয়ন্ত্রক সরকার কামরুল মামুন, সিআইটিএসের পরিচালক মোস্তাফিজুর রহমান চৌধুরী, ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস শাখার ভারপ্রাপ্ত পরিচালক আবু নাঈম মো. জসিম, কাউন্সিল অ্যাফেয়ার্স শাখার ইনচার্জ রুমা দাশ, মানব সম্পদ শাখার সহকারি পরিচালক আশরাফুল হক, অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট শাখার সিনিয়র এক্সিকিউটিভ সায়মা চৌধুরী, অফিসার মামুন হোসাইন কাজী, এক্সিকিউটিভ সামিয়াল রাইদাদ অর্ণব প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d