সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলায় নিহত ৩৮
সিরিয়ার আলেপ্পোয় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
শুক্রবার (২৯ মার্চ) এমনটা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
রয়টার্স জানায়, নিহতদের মধ্যে অন্তত পাঁচজন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সদস্য। যুক্তরাজ্য ভিত্তিক সিরিয়ান সংস্থা অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, আলেপ্পো আন্তর্জাতিক বিমানবন্দর এলাকাকে টার্গেট করে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এসময় এয়ারপোর্ট পার্শ্ববর্তী একটি অস্ত্রের গুদামে হামলা চালায় তারা। এতে সেখানে ব্যাপক বিস্ফোরণ হয়। আগুন ধরে যায় অবকাঠামোটিতে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, ভোরের আগে চালানো এই হামলায় বেসামরিক মানুষ ও সামরিক কর্মী নিহত ও আহত হয়েছেন।
এর আগে, সিরিয়ায় বিমান হামলায় ১৩ জন নিহত হন। তাদের মধ্যে ইরানপন্থী অন্তত ৯ জনসহ একজন কমান্ডার ছিলেন। মঙ্গলবার (২৬ মার্চ) সিরিয়ার পূর্বাঞ্চলে ওই হামলা চালানো হয়।