জাতীয়

সিলেটে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের হরতাল বিরোধী মিছিলে বিএনপির হামলা

সিলেটে ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের অবরোধ-হরতালবিরোধী মিছিলে হামলা চালিয়েছে ছাত্রদল-যুবদল। বুধবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে জেল রোড থেকে মিছিল বের করে যুবদল-ছাত্রদল। মিছিলে তারা বেশ কিছু ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ সময় বন্দরবাজার এলাকায় ছাত্রীলগ-স্বেচ্ছাসেবক লীগ কর্মীরা মিছিল নিয়ে এলে তাদের দিকে ইট ছুঁড়ে লাঠি হাতে হামলা চালায় ছাত্রদল-যুবদল কর্মীরা।প্রায় ১০ মিনিট ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে পালিয়ে যায় যুবদল কর্মীরা।

এদিকে টানা তিনদিনের অবরোধের মধ্যেই সিলেটে শুরু হয়েছে যুবদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল। পুলিশের ধাওয়ায় এক কর্মী নিহতের জেরে বুধবার (১ নভেম্বর) হরতাল ডাকে যুবদল।

সরেজমিনে দেখা যায়, হরতাল ঘিরে বন্দরবাজার, জিন্দাবাজার ও চৌহাট্টা, হুমায়ুন রশিদ চত্বর ও চন্ডিপুল, দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার, রশিদপুর, নাজিরবাজার, বিশ্বনাথ উপজেলার বিশ্বনাথ বাজারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকে সিলেট থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। তবে সিএনজি অটোরিকশা, প্রাইভেটকার ও মাইক্রোবাস চলাচল করতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d