সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিস্ফোরণ: তদন্তে ৮ সদস্যের কমিটি
সীতাকুণ্ডে জাহাজ ভাঙা কারখানায় (শিপইয়ার্ড) বিস্ফোরণে হতাহতের ঘটনা তদন্তে ৮ সদস্যের একটি কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গোলাম মোর্শেদ খানকে আহ্বায়ক করে রবিবার গঠিত এই কমিটিতে শিল্প পুলিশ, স্থানীয় প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিস, বিস্ফোরক পরিদর্শন অধিদপ্তর এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।
কমিটিকে বিস্ফোরণের কারণ অনুসন্ধান, ক্ষয়ক্ষতি নিরূপণ এবং এ ধরনের দুর্ঘটনা রোধে সুপারিশমালা প্রণয়ন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রাকিব হাসান।
গত শনিবার সকালে সীতাকুণ্ডের এস এন করপোরেশন নামের একটি জাহাজভাঙা কারখানায় এই বিস্ফোরণে ১২ শ্রমিক দগ্ধ হন। আহতদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকায় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আহমেদ উল্লাহ নামে এক শ্রমিকের মৃত্যু হয়।