‘সুন্নিয়ত, তাসাউফ ও আদর্শ মানুষ তৈরির প্রাণকেন্দ্র চট্টগ্রামের জামেয়া’
চট্টগ্রামের জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা ক্যাম্পাসকে সুন্নিয়ত, তাসাউফ ও আদর্শ মানুষ তৈরির প্রাণকেন্দ্র বলে অভিহিত করেছেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ।
রোববার (২২ অক্টোবর) জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া কামিল মাদ্রাসা আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ বলেন, সুন্নিয়ত তাসাউফ ও আদর্শ মানুষ তৈরির অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা। এই মাদ্রাসার প্রতি আলা হযরত, আল্লামা তৈয়ব শাহ (রহ.) ও আল্লামা তাহের শাহ’র (মা.জি.) রুহানি নজর রয়েছে। এই মাদ্রাসা ও দরবারে এসে হাজার হাজার শিক্ষার্থী, ভক্ত-মুরিদগণ অলি আল্লাহর সোহবত ও আধ্যাত্মিকতা চর্চার মাধ্যমে আদর্শ মানুষ ও আশেকে রাসূল হিসেবে নিজেদের তৈরি করছেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা জ্ঞানার্জনের সাথে অলি আল্লাহ ও উস্তাদদের সোহবত পাওয়ার চেষ্টা করবে। নিজেদের উত্তম চরিত্রের অধিকারী দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরি করবে। তোমরা মাদ্রাসা শিক্ষার্থী হওয়াতে আল্লাহর শোকরিয়া জ্ঞাপন করবে। কারণ এই মাদ্রাসা শিক্ষায় রয়েছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ। পার্থিব জীবনকে প্রাধান্য না দিয়ে আখিরাতের জীবনকে প্রাধান্য দিবে এতে দুনিয়া ও আখিরাত উভয় জগতে সফলকাম হবে।
তিনি আরও বলেন, মাদ্রাসা শিক্ষাকে যুগপোযোগী করার জন্য বর্তমান সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন ও আন্তর্জাতিক মানের শিক্ষা করার জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে এবং তা বাস্তবায়নে আমি একজন খাদেম হিসেবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাকে ভাইস চ্যান্সেলর মনোনীত করে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আলেম ওলামাদের খেদমত করার মহান দায়িত্বভার দিয়েছেন। এ জন্য আমি মহান আল্লাহর শোকরিয়া ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই।
মাদ্রাসার গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর আব্দুল মহসিন মো. ইয়াহিয়া খানের সভাপতিত্বে আরবি প্রভাষক মাওলানা আনিসুজ্জামানের সঞ্চালনায় আয়োজিত সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, সেক্রেটারি, মুহাম্মদ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আলিম রিজভী।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জাফরুল্লাহ, ড. মুহাম্মদ মোরশেদুল হক, ড. নুরুল আমিন নুরী, রাঙ্গুনিয়া সরকারি কলেজের সহকারী অধ্যাপক ড. আব্দুল মাবুদ, মাওলানা মুফতি কাজী আবদুল ওয়াজেদ, মাওলানা সোলায়মান আনছারী, মাওলানা জসীম উদ্দিন আজহারী, মাওলানা ড. মুহাম্মদ বখতেয়ার উদ্দিন, মাওলানা ওমায়ের রেজভী প্রমুখ।