আইন-আদালত

সূরা বাকারা, মায়েদা নিছা পড়ার শর্তে সাজা স্থগিত

পবিত্র আল কোরআনের সূরা বাকারা, মায়েদা এবং নিছা ভালো করে পড়ার শর্তে ইয়াবা মামলায় এক আসামির সাজা স্থগিত করেছেন আদালত। সেইসঙ্গে ৫০টি গাছ লাগাতে ও মাদরাসায় ভালোমানের কিছু ধর্মীয় বই উপহার দিতেও বলেছেন আদালত।

রবিবার (৫ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মঞ্জুরুল ইমাম মামলাটিতে দেওয়া রায় স্থগিত করে এ আদেশ দেন।

শুনানিকালে কাঠগড়ায় থাকা আসামির কাছে বিচারক জানতে চান, ‘আপনার (আসামি) ছেলে-মেয়ে আছে?’ জবাবে আসামি জানান, এক ছেলে মাদরাসায় হাফেজি পড়ে, আর মেয়ে ছোট। তখন বিচারক জিজ্ঞাসা করেন, ‘ঘর পবিত্র করার জন্য ছেলেকে হাফেজি পড়াচ্ছেন, সে অপনার জন্য দোয়া করবে, মরে গেলে জানাজা পড়াবে, আপনি কি না ইয়াবা মামলার আসামি।’ এরপর বিচারক বলেন, ‘আপনি কি পড়া লেখা করেছেন?’ তখন আসামি বলেন, ‘আমি মাদরাসা থেকে ফাজিল পাস করেছি।’

এরপর বিচারক বলেন, ‘ছেলে মাদরাসায় হাফেজি পড়ে, আপনি ফাজিল পাস। আপনি কেন ইয়াবার মামলার আসামি হলেন?’ তখন আসামি বলেন, ‘স্যার আমাকে ইয়াবা দিয়ে মামলা দিয়েছে।’ এরপর বিচারক বলেন, ‘পবিত্র কোরআনের কোন সুরায় মাদক সম্পর্কে বলা আছে জানেন? সুরা বাকারা, মায়েদা ও নেছা ভালো করে পড়বেন। এর মধ্যে মাদক সম্পর্কে কথা বলা আছে।’

এরপর বিচারক আসামির উদ্দেশ্যে বলেন, ‘আপনার সাজা স্থগিত করা হলো। আর প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে আপনি ৫০টি গাছ লাগাবেন, পবিত্র আল কোরআনের সুরা বাকারা, মায়েদা এবং নিসা ভালো করে পড়বেন। এ ছাড়া আপনার ছেলে যে মাদরাসায় পড়ে সেই মাদরাসায় ভালোমানের কিছু বই উপহার দেবেন। আবার এমন বই দিয়েন না যাতে সেখানকার ছাত্ররা জঙ্গিবাদে জড়িয়ে পড়ে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d