চট্টগ্রাম

সেবাপ্রার্থীরা ওয়ার্ড সচিবদের কাছে ভালো ব্যবহার প্রত্যাশা করে: মেয়র

চট্টগ্রামের উন্নয়নের ক্ষেত্রে প্রতিষ্ঠানের সাথে জনগণের চাওয়া-পাওয়ার সমন্বয় করে ওয়ার্ড সচিবরা চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।

শনিবার (১৬ ডিসেম্বর) নগরীর টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে চসিকের ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটির (ডব্লিউএলসিসি) কার্যক্রম সম্পর্কে ওরিয়েন্টেশন প্রোগ্রামে তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, জনগণ সেবাপ্রার্থী হিসেবে ওয়ার্ড সচিবদের কাছে ভালো ব্যবহার প্রত্যাশা করেন। প্রতিটি ওয়ার্ডের দায়িত্বে যেহেতু একজন ওয়ার্ড সচিব থাকেন, সেহেতু তারা ওয়ার্ডে কোথায় কী সমস্যা এবং এজন্য কী করা প্রয়োজন তা চসিকের কাছে তুলে ধরার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় ওয়ার্ড সচিবদের করণীয় তুলে ধরেন সচিব খালেদ মাহমুদ। এ সময় মেয়রের একান্ত সচিব আবুল হাশেমসহ ওয়ার্ড সচিবরা আয়োজনে অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d