আন্তর্জাতিকজাতীয়

সৌদিতে পুলিশের তাড়া খেয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

সৌদি আরবের ক্যাবেট সিটি এলাকায় মাদারীপুর জেলার শিবচরের সুমন নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২১ মে) বিকেলে তার মৃত্যুর খবর বাড়িতে পৌঁছায়।

তবে পরিবারের দাবি সুমনকে হত্যা করা হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে দ্রুত মরদেহ দেশে ফেরানোর দাবি জানিয়েছে পরিবার।

শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের চর কমলাপুর গ্রামের মুদি দোকানি দাদন হাওলাদারের দুই ছেলে ও এক মেয়ের মধ্যে বড় সুমন হাওলাদার।

জানা গেছে, প্রায় ৫ বছর আগে সৌদি আরব পাড়ি জমান সুমন। সৌদির ক্যাবেট সিটির মরুভূমি সাইট এলাকায় এয়ার কন্ডিশনারের (এসি) টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন তিনি।

মঙ্গলবার বিকেলে সৌদি আরব থেকে সুমনের পরিবারের কাছে খবর আসে যে, সেখানে এসির কাজ করার সময় একদল ভুয়া পুলিশের তাড়া খেয়ে বহুতল একটি ভবনের ছাদ থেকে পড়ে সুমনের মৃত্যু হয়। আবার কেউ জানায়, সুমন কয়েকজন বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। এসময় পুলিশের তাড়া খেয়ে বহুতল ভবনের ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়।

এই মৃত্যুকে রহস্যজনক উল্লেখ করে সুমনকে হত্যা করে ঘটনা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে তার পরিবার দাবি করছে।

নিহত সুমনের মা বানু বেগম জানান, শুনেছি আমার ছেলের মাথার এক পাশ ছাড়া অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। আর ছাদ থেকে পড়লে শরীরের বিভিন্ন স্থানে আঘাত থাকার কথা। সঠিক তদন্ত শেষে লাশ দ্রুত দেশে আনার দাবি জানাচ্ছি।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সুব্রত গোলদার বলেন, বিষয়টি আমাদের কেউ এখনো জানায়নি। তবে আমরা খোঁজখবর নিয়ে দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d