হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকল মিলে যুদ্ধ করে স্বাধীন করেছে
জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সকলেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে স্বাধীন স্বদেশ অর্জন করেছি। স্বাধীনভাবে স্ব-স্ব ধর্ম পালন, সমমর্যাদা-সমঅধিকার বাংলাদেশের সংবিধান স্বীকৃত।
স্বাধীনতাবিরোধী অপশক্তি বর্তমানে সরকারের সময়ে বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ বিনষ্টের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। ঐক্যবদ্ধভাবে অশুভ শক্তির ষড়যন্ত্র রুখে দিতে হবে।
উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপনে জননেত্রী শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা থাকবে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলা তথা চট্টগ্রাম কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে দেবী পক্ষের শুভ সূচনা মহালয়া উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম ৮ আসনের সংসদ সদস্য নোমান আল মাহমুদ এসব কথা বলেন।
শনিবার বোয়ালখালী উপজেলার করলডেঙ্গা পাহাড়ের মেধস আশ্রমে সকাল ৮টা থেকে চণ্ডী পাঠ ও পুজো, পুষ্পাঞ্জলি প্রদান, মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও শান্তিমন্ত্রে মাধ্যমে দেবীপক্ষের শুভ উদ্বোধন ও মহালয়াভিত্তিক আলোচনা সভা শেষে প্রসাদ বিতরণ করা হয়। চণ্ডী থেকে পাঠ করেন নিউটন নাথ ও তার দল।