হোয়াইট হাউসের সামনে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ
বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ করেছে দেশটিতে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার (১০ আগস্ট) এ প্রতিবাদ ও বিক্ষোভে তারা ‘আমি কে, তুমি কে, বাঙালি, বাঙালি’ স্লোগান দেয়।
এদিকে একই দিন যুক্তরাজ্যের লন্ডনেও বাংলাদেশি বংশোদ্ভূত সনাতন ধর্মাবলম্বীরা হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ভয়েস অব আমেরিকা।
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ৫২টি জেলায় ২০৫টি সহিংস ঘটনার বিবরণ দিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি খোলা চিঠি দিয়েছে সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) চিঠিটি উপস্থাপন করেন সংগঠনটির সভাপতি নির্মল রোজারিও। রোজারিও বলেন, ‘আমাদের কাছে প্রাথমিক তথ্য রয়েছে, এ পর্যন্ত ৫২টি জেলায় অন্তত ২০৫টি সংখ্যালঘু নিপীড়নের ঘটনা ঘটেছে।’
‘আমরা সারা রাত জেগে বাড়ি ও মন্দির পাহারা দিই। আমি আমার জীবনে এমন ঘটনা দেখিনি। আমরা প্রশাসনের কাছে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।’
চিঠিতে দাবি করা হয়েছে, দেশের সংখ্যালঘুদের মধ্যে শঙ্কা, উদ্বেগ ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে।