১৫ হলে মুক্তি পেল মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘মৃত্যুঞ্জয়ী’
সরকারি অনুদানের মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা ‘মৃত্যুঞ্জয়ী’ মুক্তি পেয়েছে শুক্রবার (০৮ ডিসেম্বর)। সিনেমার গবেষণা, কাহিনি, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন সাজেদুল আউয়াল। এটি পরিচালনা করছেন উজ্জ্বল কুমার। এর সহ-প্রযোজক বদরুন নেছা খানম।
বৃহস্পতিবার থেকে বাংলাদেশের হলগুলোতে চলছে বলিউডের সিনেমা ‘অ্যানিমেল’। রণবীর কাপুর ও রাশমিকা মান্দান অভিনীত এ সিনেমা নিয়ে উন্মাদনা চলছে ভারতসহ সারা বিশ্বে। ফলে ঢাকার ভেতরে কোনো হলে শো পায়নি ‘মৃত্যুঞ্জয়ী’।
রাজধানীর বাইরে ১৫টি হলে দেখা যাবে সিনেমাটি। হলগুলো হলো সংগীতা (খুলনা), মধুমিতা (মাগুরা), প্রিয়া (ঝিনাইদহ), মোহন (হবিগঞ্জ), স্বপ্নীল (কুষ্টিয়া), আলো রূপা (লালমনিরহাট), তুলী (নাভারণ), পূরবী (মনিরামপুর), পূর্বাশা (শান্তাহার), শঙ্খমহল (ডুমুরিয়া), রাজিয়া (নাগরপুর), অবসর (বিরামপুর), মিলন (মাদারীপুর), অবকাশ (ফুলবাড়ী) ও সোনালী (ঘোড়াহাট)।
নির্মাতা উজ্জ্বল বলেন, মুক্তিযুদ্ধের অনেক না-বলা অধ্যায় উঠে এসেছে সিনেমায়। আশা করি ভিন্ন ধরনের একটি চলচ্চিত্র ও এর নির্মাণশৈলী উপভোগ করবেন দর্শক।
২০২০-২১ অর্থবছরে অনুদান পাওয়া এ সিনেমায় অভিনয় করেছেন হামিদুর রহমান, জাহিদ হোসেন শোভন, আমিনুর রহমান মুকুল, কাজী রাজু, মাসুম বাশার, ফারজানা ছবি, আশরাফুল আশীষ প্রমুখ। সিনেমার আবহসংগীত করেছেন এবাদুল হক সৈকত।