চট্টগ্রাম

১৬ বছর ধরে পলাতক ২ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে পৃথক অভিযান চালিয়ে নাশকতা ও ডাকাতি সংক্রান্ত মামলায় ১৬ ও ১৪ বছর ধরে পলাতক ২ জন আসামিকে গ্রেফতার করেছে র্যা ব ৭।

মঙ্গলবার (১২ মার্চ) দুপুর আড়াইটার দিকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এরআগে গত ১১ মার্চ পৃথক দুইটি অভিযান পরিচালনা করে চট্টগ্রাম মহানগরীর ডবলমুড়িং এবং পাহাড়তলী এলাকা থেকে ওই দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, লক্ষিপুর জেলার চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া এলাকার আবুল হোসেন প্রকাশ আবু দালালের ছেলে মনির হোসেন প্রকাশ মনু (৪০) ও নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মিয়াপুর এলাকার আবু তাহেরের ছেলে মো. দেলোয়ার (৪৬)।

র্যা ব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার দৈনিক বলেন, জেলার লক্ষীপুর সদর থানার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৪ বছর ধরে পলাতক আসামি মনির হোসেন ও নোয়াখালী জেলার বিশেষ ট্রাইবুনাল মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত ১৬ বছর ধরে পলাতক আসামি মোঃ দেলোয়ারকে গ্রেফতার করা হয়।

তারা দুইজনই গ্রেফতারী এড়াতে বিভিন্ন এলাকার একজন ১৬ বছর আরেকজন ১৪ বছর ধরে পলাতক ছিলো।

গ্রেফতারকৃত দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d