চট্টগ্রামরাজনীতি

২৮ অক্টোবর ইতিহাসের সাক্ষী হবে চট্টগ্রামবাসী: এলিট

আগামী ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে কর্ণফুলী টানেল উদ্বোধনের মাধ্যমে চট্টগ্রামবাসী ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে কর্ণফুলী টানেল ও প্রধানমন্ত্রীর জনসভা ঘিরে রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নিয়াজ মোর্শেদ এলিট বলেন, ‘সাঈদীর রায়ের পর গাছ কেটে, গাড়ি ভেঙে, মানুষ পুড়িয়ে দক্ষিণ চট্টগ্রামের মানুষকে যে ভয়াবহ রূপ জামায়াত-শিবির দেখিয়েছিল সেই দক্ষিণ চট্টগ্রামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী টানেল করে দিয়েছেন যেটি উদ্বোধন করবেন ২৮ অক্টেবর। যার মধ্য দিয়ে উন্মোচিত হবে নতুন দিগন্ত, ইতিহাসের সাক্ষী হবে চট্টগ্রামবাসী।’

কেন্দ্রীয় যুবলীগ নেতা বলেন, ‘বিএনপি-জামায়াত-শিবির আবারও দেশে-বিদেশে ষড়যন্ত্রের ফাঁদ পেতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। বাংলাদেশ যুবলীগ তাদের রাজপথে প্রতিহত করবে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সাঙ্গু, মাতামুহুরী, ইন্দ্রপুলসহ ৬ লেনের ৬টি সেতু করেছেন। আওয়ামী লীগ সরকারের একের পর এক উন্নয়নে বদলে যাচ্ছে পুরো চট্টগ্রাম।’

প্রধানমন্ত্রী চট্টগ্রামকে বদলে দিয়েছেন উল্লেখ করে যুবলীগ নেতা এলিট বলেন, ‘প্রধানমন্ত্রী চট্টগ্রাম শহর, দক্ষিণ ও উত্তর জেলায় যে উন্নয়ন দিয়েছেন, তার জন্য জনসভা থেকে প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। জনসভায় উত্তর, দক্ষিণ ও নগর যুবলীগের উপস্থিতি হবে সর্বোচ্চ।’

‘যুবলীগের নেতাকর্মীরা সুশৃঙ্খল, যুবলীগের সুনাম রয়েছে; জনসভায় শান্তি শৃঙ্খলার মধ্যে যুবলীগের নেতাকর্মীরা তা আবারও প্রমাণ করবেন’— যোগ করেন যুবলীগের এ নেতা।

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগ সাংস্কৃতিক সম্পাদক ওসমান চৌধুরী বলেন, ‘আগামী ২৮ তারিখ চট্টগ্রাম থেকে ৫ হাজার কর্মী জন সভায় উপস্থিতি থাকবে। এসভার মাধ্যমে জামায়াত-শিবিরের রক্তবীজরা বুঝতে পারবে দেশের মানুষ বোকা নয়। তারা বুঝে তাদের কি দরকার, কাকে দরকার।’

রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সভাপতি বদিউল খায়ের চৌধুরী লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুচের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর জেলা যুবলীগের সহ-সভাপতি শামশুদ্দোহা সিকদার আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগ সাংস্কৃতিক সম্পাদক ওসমান চৌধুরী।

বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সহ-সভাপতি শামশুদ্দোহা সিকদার আরজু বলেন, ‘আমাদের সবার এক হবার সময়। দেশে কিছু মানুষদের উন্নয়ন সহ্য হচ্ছে না। তাদের দেখিয়ে দিতে হবে দেশে অপরাজনীতির কোন জায়গা নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d