জাতীয়

২৮ অক্টোবরের ঘটনায় পুস্তিকা প্রকাশ করা দরকার: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ২৮ অক্টোবরের মতো ঘটনার পর্যাপ্ত ডকুমেন্টেশন থাকতে হবে। বেশি বেশি সংবাদ প্রকাশ করতে হবে। সেদিনের ঘটনায় গণমাধ্যমের ওপর হামলার বিষয়টি নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করা দরকার। বুধবার (১ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, হামলার শিকার সংশ্লিষ্ট সাংবাদিকদের কর্মরত প্রতিষ্ঠানগুলোর মামলা করা উচিত। এ বিষয়ে তথ্য মন্ত্রণালয় সহযোগিতা করবে। সাংবাদিক সংগঠনগুলোকে আরও সোচ্চার হতে হবে।

ড. হাছান মাহমুদ বলেন, বিএনপি-জামায়াত প্রেস লেখা জ্যাকেট পরেও অপকর্ম করছে, যেন সাংবাদিকদের ওপর সবার নেতিবাচক মনোভাব তৈরি হয়। সাংবাদিকদের উচিত এ ব্যাপারে একটি যৌথ চিঠি রাজনৈতিক দলগুলোকে দেয়া এবং সেই চিঠি পত্রিকায় প্রকাশ করা।

তথ্যমন্ত্রী বলেন, সেদিন মূলত রাষ্ট্রের ওপর হামলা করা হয়েছে। এর পরপরই হরতাল ও অবরোধেও যা করছে বিএনপি-জামায়াত, সেগুলো নিছক রাজনৈতিক কর্মকাণ্ড নয় বরং সন্ত্রাস। রাজনীতিতে প্রতিযোগিতার নামে প্রতিহিংসা কাম্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d