৬ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে বাংলাদেশ
টানা পাঁচ ম্যাচ হেরে শেষ চারের সমীকরণ থেকে প্রায় ছিটকেই গেছে বাংলাদেশ। ভারত বিশ্বকাপ থেকে সাকিবদের এখন আর পাওয়ার খুব বেশি কিছু নেই। যা হারানোর সবই যে হারিয়ে ফেলেছে টাইগাররা! তবে শেষটা রাঙানোর স্বপ্ন সাকিবদের। সে লক্ষ্যে আজ নিজেদের সপ্তম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাট করছে বাংলাদেশ।
এদিন প্রথম চারটা ডেলিভারিতে অফ স্টাম্প ও এর বাইরে রেখেছিলেন শাহিন আফ্রিদি। কিন্তু পঞ্চম ডেলিভারিতে বল ভেতরে ঢোকালেন তিনি। তাতেই কুপোকাত তানজিদ হাসান তামিম। প্রথম ওভারেই কোনো রান না করে সাজঘরে ফিরতে হয় বাংলাদেশের এই ওপেনারকে। এলবিডব্লিউর হাত থেকে বাঁচতে রিভিউ নিয়েছিলেন বটে। কিন্তু তাতে লাভ হয়নি। বল ট্র্যাকিংয়ে বহাল থাকে আম্পায়ার্স কল।
তানজিদকে ফিরিয়ে ওয়ানডে ক্রিকেতে শততম উইকেটের মাইলফলক পূরণ করেছেন শাহিন। যেজন্য ৫১ ম্যাচ খেলতে হয় তাকে। আজ প্রথম ওভারটি কোনো রান না দিয়ে শেষ করেন বাঁহাতি এই পেসার।
তৃতীয় ওভারে এসে ৪ রান করা নাজমুল হোসেন শান্তকে তুলে নেন তিনি। ফ্লিক করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে থাকা উসামা মীরের হাতে ক্যাচ দেন শান্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৬ রান করেছে বাংলাদেশ। লিটন দাস ২ ও মুশফিকুর রহিম ব্যাট করছেন ২ রানে।